কেউ নতুন কোনো পদ্ধতিতে প্রশ্নফাঁস করতে চাইলে তা প্রতিহত করতে মনিটরিং টিম কাজ করছে। প্রশ্নফাঁসের সাথে জড়িতদের পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
রোববার (৬ নভেম্বর) সকালে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষামন্ত্রী কেন্দ্রে অভিভাবকদের ভিড় না করতে অনুরোধ করেন। নকল ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরীক্ষা হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিন হয়েছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। রাজধানীতে কয়েকদিন যানজট থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই নির্ধারিত সময়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা।
এ বছর পরীক্ষা নেয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। গেলবারের তুলনায় এবার প্রায় দুই লাখ কমেছে পরীক্ষার্থী।
শেয়ার করুন