নতুন পদ্ধতিতে প্রশ্নফাঁসের চেষ্টা করলে তা প্রতিহত করবে মনিটরিং টিম: শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষা

কেউ নতুন কোনো পদ্ধতিতে প্রশ্নফাঁস করতে চাইলে তা প্রতিহত করতে মনিটরিং টিম কাজ করছে। প্রশ্নফাঁসের সাথে জড়িতদের পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
রোববার (৬ নভেম্বর) সকালে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষামন্ত্রী কেন্দ্রে অভিভাবকদের ভিড় না করতে অনুরোধ করেন। নকল ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরীক্ষা হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিন হয়েছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। রাজধানীতে কয়েকদিন যানজট থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই নির্ধারিত সময়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা।

এ বছর পরীক্ষা নেয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। গেলবারের তুলনায় এবার প্রায় দুই লাখ কমেছে পরীক্ষার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *