নতুন বেরী সাংস্কৃতিক ফোরামের ৩য় ইসলামিক গজল সন্ধ্যা সম্পন্ন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া বাজার ইউনিয়নের নতুন বেরী ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত ৩য় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নতুন বেরী গ্রামের উত্তরের মাঠে অনুষ্টিত হয়েছে।

বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্টিত ইসলামিক গজল সন্ধ্যার উদ্ভোধন করেন স্হানীয় গাবুর গাঁও দাখিল মাদরাসার সহ-সুপার হাফিজ মাওলানা আবু জাফর মো. ছয়ফুল আলম।

নন্দিত উপস্থাপক ও আবৃত্তি শিল্পী ফারুক মাহদী’র উপস্হাপনায় এবং মাওলানা মো. কামরুজ্জামান ও জুবাইর হাসান নাসিম এর সার্বিক তত্বাবধানে অনুষ্টিত ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, ছাতক জালালিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাফিউল আলম।

হাফিজ ক্বারী ইমাদ উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সঙ্গীত সন্ধ্যায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ‘রিসালাহ’ ইসলামী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত ইসলামিক সঙ্গীত শিল্পী শাহাব উদ্দিন শিহাব, কিশোরগঞ্জের মরমী সঙ্গীত শিল্পী আবু উবায়দা, সিলেটের জাগ্রত ইসলামী সঙ্গীত শিল্পী ফয়েজ আহমদ শাহরুর, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আল হোসাইন ইসলামী শিল্পী গোস্টীর সাবেক পরিচালক মাওলানা ফারুক আহমদ, অনুরাগ সাংস্কৃতিক ফোরামের অন্যতম সদস্য ইউসুফ খান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ সিদ্দিকীসহ প্রবীণ ও নবীন ইসলামী সঙ্গীত শিল্পীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *