নদী পথে নৌকা দিয়ে শ্রমিকদের ব্যতিক্রমী অবরোধ

সিলেট

সিলেটের জৈন্তাপুর উপজেলার বৃহত্তম নদী সারী ৷ সারী নদী হতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন বন্ধ, নির্দিষ্ট জায়গা হতে সরকারি রয়েলিটি আদায়ের দাবীতে নৌকা দিয়ে নদী পথ বন্ধ করে অবরোধ পালন করছে বালু শ্রমিকরা ৷ 

অবরোধ পালনকারী সারী নদী নৌকা শ্রমিকের সভাপতি আমির আলীর সহ সংগঠনের নেতৃবন্দদের সাথে আলাপকরে জানা যায়, সম্প্রতি সারী নদীর তৃতীয় অংশের মামলা ভূক্ত এরিয়া ছাড়া বাকী দাগ সমুহ ইজারা প্রদান করে সরকার ৷ কিন্তু উল্লেখিত দাগ সমুহে বালু পাথর না থাকায় মামলা ভূক্ত দাগ হতে অবৈধভাবে স্থানীয় কিছু সংখ্যাক ব্যক্তি ও স্থানীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় অবৈধভাবে যান্ত্রিক ড্রেজার (বোমা মেশািন) মেশিন ব্যবহার এবং বোল্টগেট নৌকা ব্যবহার করে বালু পাথর পরিবহন করা এবং স্থানীয় নৌকা শ্রমিকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টা হতে সারী নদীর ইন্দারজু এলাকায় নৌকা বন্ধন করে শ্রমিকরা নদী পথ অবরোধ করে দিয়ে প্রতিবাদ জানায়৷

এরআগে ২৯ আগষ্ট সোমবার বিক্ষোভ মিছিল করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ঘেরাও করে ৷ দ্রুত সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে তারা স্মারকলিপি প্রদান করে ৷ অভিলম্বে সারী নদী হতে ড্রেজার নামের (যান্ত্রীক বোমা মেশিন) মেশিন অপসারণ, বোল্ড গেইট নৌকায় মালামাল পরিবহন বন্ধা এবং সরকারী রয়েল্ট্রী নির্দিষ্ট স্থান হতে আদায় এবং সারী নদীর মধ্যে হতে চাঁদাবাজী বন্দোর দাবীতে নদী পথ অবরোধ করেন শ্রমিকরা ৷

শ্রমিকরা আরও জানান, কাল বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছি, আজ নদী পথ অবরোধ করেছি ৷ তারপরও যদি সমাধান না আসে বুধবার (৩১ আগস্ট) সকাল হতে সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট পয়েন্টে সড়ক অবরোধ কর্মসূচী ডাক দিয়েছেন ৷

নৌকা শ্রমিকদের সভাপতি আমির আলী জানান শ্রমিকদের পেটে লাথি দিয়ে যান্ত্রীক বোমা মেশিন ব্যবহার করে এবং বোল্ট গেইট ব্যবহার করে সারী নদীতে অবৈধ কার্যক্রম চলতে দেওয়া হবে না ৷ প্রয়োজনে আমাদের শরীরোর রক্ত দিয়ে হলেও বাঁধা দিয়ে দাবী আদায় করব ৷ আপনার আমাদের দাবী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরুন ৷ আসরা যান্ত্রীক পদ্ধতীতে নয় মেনুয়েল ভাবে কর্মকরে বেঁচে থাকতে চাই ৷

উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জৈন্তাপুর উপজেলার সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের কর্মহীন করতে যারা অবৈধ যান্ত্রিক মেশিন ব্যবহার করে শ্রমিকদের কর্মহীন করার পায়তারা করছে অভিলম্বে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান প্রশাসনের কাছে ৷ অন্যতায় ঘুমন্ত ও শান্তি প্রিয় জৈন্তাপুরের শ্রমিকরা ক্ষেপে উঠলে যেকোন ধরনের অপ্রিতিকর ঘটনা বন্ধ করা কঠিন হয়ে উঠবে ৷ শ্রমিকদের দাবী যৌথিক দাবী যুক্তিসংগত বলে তিনি মনে করেন ৷ অভিলম্বে তাদের দাবী বাস্তবায়নের জন্য উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ৷ আমি শ্রমিকদের ন্যায দাবী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি  মহোদয়কে অবহিত করছি ৷

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম জানান, গতকাল শ্রমিকরা বিক্ষোভ করে আমার দপ্তরে এসেছিল ৷ আমি তাদের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি ৷ উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা আসলে দ্রুত বাস্তবায়ন করা হবে ৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *