দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন দিরাই থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (১২ডিসেম্বর) রাত ৮ টায় অফিসার ইনচার্জের কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সী, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সহসভাপতি জীবন সূত্রধর, রুকনুজ্জামান জহুরী, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী প্রমুখ। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী দিরাইকে মাদক, জুয়া, সন্ত্রাস মুক্ত করতে এবং এলাকার সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। মতবিনিময়ে দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দরাও অংশ নেন।
শেয়ার করুন