নবীগঞ্জে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় জগলু মিয়া (৪০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী চালকসহ আরও ৪জন আহত হন।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জগলু মিয়া (৪০) বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান- শনিবার বিকেলে সিএনজি অটোরিকশা যোগে জগলু মিয়াসহ ৩ জন যাত্রী উপজেলার পানিউমদা বাজার থেকে আউশকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসার সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেট থেকে ঢাকাগামী রিয়েল কোচ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে মারাত্মকভাবে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি যাত্রী চালকসহ ৪জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি অটোরিকশার যাত্রী জগলু মিয়া মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- নিহতের মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, অপর আহতদের চিকিৎসা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *