নরসিংদী সদর উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামি স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদরের বটতৈল ভাদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা বেগম (৩০)।এর আগে ২৯ ডিসেম্বর মাধবদী থানার নওপাড়া এলাকায় জাহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়নিহত ২৫ বছর বয়সি জাহিদুল পার্শ্ববর্তী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী।
এ ঘটনায় মামলার দায়েরের পর থেকে এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি রাজন ও জারা পলাতক ছিলেন।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে কুষ্টিয়া সদর এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১১ ও র্যাব-১২। এ সময় রাজন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি আরিফুল ইসলামের।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫