
নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম পলাশ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি জিনারদী ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয় শেখেরচর হাটে কাপড়ের ব্যবসা করতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কোনো এক ব্যক্তি জাহিদুলকে ফোন করে মাধবদীর নোয়াপাড়া এলাকায় ডেকে নেয়। তিনি সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, নিহতের বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ ও আঘাতের ধরণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: ধানের শীষের প্রার্থী স্বামী, একই আসনে স্ত্রীর মনোনয়নপত্র দাখিল
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
শেয়ার করুন


