নরসিংদী সদর উপজেলা মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির এজিএম ২০২২ ও নব নির্বাচিত কমিটির পরিচিত সভা!

জাতীয়

(আকরাম হোসেন) নরসিংদী প্রতিনিধিঃ-গত ১০ ই নভেম্বর ২০২২ ইং তারিখে নরসিংদী সদর উপজেলা মোড় ব্যবসায়ী কল্যান সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিত সভা নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এই সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃমনির হোসেন ভূইয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া চেয়ারম্যান নরসিংদী সদর উপজেলা পরিষদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক লিটন সাধারণ সম্পাদক, শিবপুর জনকল্যাণ সমিতি উক্ত পরিচিত সভায় সভাপতিত্ব করেন, কে এইচ খলিলুর রহমান আপেল সভাপতি, ২০২১-২২ নরসিংদী সদর উপজেলা মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব আল আমিন রহমান, নরসিংদী রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হাজী আব্দুস সাত্তার, পিপিএল লিঃ এর চেয়ারম্যান মোহাম্মদ আহামেদুল কবির, সাহার ফ্যাশন বাংলাদেশ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ইসহাক সহ অনান্য অতিথিবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান রয়েছে, তাদের অবদানে আজ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রুপান্তর করেছে।আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনাদের কে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে আহব্বান করছি। এবং ব্যবসা পরিচালনা করতে যেকোনো সহযোগিতার প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকব বলেও মন্তব্য করেন।

এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক বলেন, প্রবাসীরা যেন ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠায় সেই বিষয়ে সকলকে আহ্বান করেন। এছাড়াও দেশের উন্নয়নের স্বার্থে দেশপ্রেমের যায়গা থেকে যেন প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো থেকে বিরত থাকেন।

এখানে উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক নরসিংদী সদর উপজেলা মোড় ব্যাবসায়ী কল্যাণ সমিতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *