সিলেট নগরীতে মোটরসাইকেলে মামলা দেওয়ায় এক ট্রাফিক সার্জনকে লাঞ্ছিত করলো ছাত্রলীগ।
রোববার (১৪ মে) নগরীর নাইওরপুল পয়েন্টে এ ঘটনা ঘটে। আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট আশিষ সেখানে দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাইওরপুল পয়েন্টে ছাত্রলীগের টিলাগড় গ্রুপের সাজন নামে এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটক করে কাগজপত্র না থাকায় মামলা দেন সার্জেন্ট আশিষ। এরপর সাজন ফোন দিয়ে ছাত্রলীগের টিলাগড় এলাকার নেতাকর্মীদের জড়ো করেন। তারা ওই ট্রাফিক সার্জেন্ট আশিষকে হেনস্তা করেন এবং শারিরিকভাবে লাঞ্ছিত করেন।
ওই সময় ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা নাইওরপুল পয়েন্টে সড়ক অবরোধ করেন। তবে নিজের অবস্থানে অনড় ছিলেন ট্রাফিক সার্জেন্ট আশিষ। কাগজপত্র না থাকায় তিনি ওই ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের ওপর মামলা দায়ের করেন। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নাইওরপুল পয়েন্টে একটি মোটরসাইকেলের ওপর মামলা দেওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। এর বাইরে কোনো ঝামেলা হয়নি। আর হলেও তিনি অবগত না।
শেয়ার করুন