নাইজেরিয়ায় প্রবল বন্যায় ৬০০’র বেশি মানুষের প্রাণহানি

জাতীয়

নাইজেরিয়ায় চলমান প্রলয়ংকারী বন্যায় ৬ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, বাস্তুচ্যুত ১৩ লাখের ওপর বাসিন্দা। খবর এপির।

জানানো হয়, গেলো কয়েক দশকে এতো ভয়াবহ দুর্যোগ দেখেনি পশ্চিম আফ্রিকার দেশটি। ৩৬টি রাজ্যের মধ্যে দুর্ভোগে পড়েছে ২৭টি। বন্যা-ভূমিধসে প্রায় ২০ লাখের মতো ঘরবাড়ি ও স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

সরকারের অভিযোগ, রাজ্যগুলোকে সর্তকতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু পর্যাপ্ত সুরক্ষা গ্রহণ না করায় বাড়ছে প্রাণহানি। নভেম্বরের শেষ পর্যন্ত বন্যা পরিস্থিতি বহাল থাকবে পূর্বাভাস আবহাওয়াবিদদের। নাইজেরিয়ায় মৌসুমী বন্যা স্বাভাবিক। তবে চলতি বছর ভয়াবহ পরিস্থিতি দেখছে দেশটি। এরজন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর নেতিবাচক পরিবর্তনকে দায়ী করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন দুর্বল পরিকল্পনা এবং অবকাঠামোগত ত্রুটিও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *