নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়

সোলায়মান,টাংগাইল প্রতিনিধি:

বাংলাদেশের শিক্ষা প্রসারে কিন্ডারগার্টেন স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা করে আসছে।

সারা বাংলাদেশের মত নাগরপুর উপজেলাতেও কিন্ডারগার্টেনগুলো শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৯শে সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার সকাল ৮ টা ৩০ মিনিটে নাগরপুরের ঐতিহ্যবাহী যদুনাথ কিন্ডারগার্টেনএ নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি কর্তৃক আয়োজিত সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ও বাস্তবায়নের বিষয়ে সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকাদের অবহিতকরণ প্রসঙ্গে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সম্মানিত সভাপতি, মীর ওবায়েদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মীর ওবায়েদ হোসেন।

এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষাবিদ, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোস্তফা (গোলাম)-এম.এস.এস,রাষ্ট্রবিজ্ঞান।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি. এম. ফুয়াদ মহোদয়।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত এবং বাংলা বিষয়ে সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মহোদয়দের সরকারি বিভিন্ন সিদ্ধান্ত এবং বাস্তবায়ন করা প্রসঙ্গে অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির অন্তর্ভুক্ত তথা নাগরপুর উপজেলায় অবস্থিত সকল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ওরিয়েন্টেশন প্রোগ্রামটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলেন।

অনুষ্ঠান শেষে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *