নাটোরে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পথে পথে দলীয় নেতাকর্মীদের ওপর ‘সন্ত্রাসী’ হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে শহরের গোকুল নগর ও মুসলিম ইনস্টিটিউটের সামনে এসব হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদে হামলার প্রতিবাদে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয় উপশহর মাঠে সমাবেশের আয়োজন করে নাটোর পৌর ও সদর থানা বিএনপি। এ সমাবেশে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের অংশ নেয়ার কথা রয়েছে।
এদিকে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন মহল্লা ও উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপশহর মাঠে আসতে থাকেন। পথে শহরের মুসলিম ইনস্টিটিউটের সামনে ও গোকুল নগর এলাকাসহ কয়েকটি স্থানে বাধা ও হামলার শিকার হন বলে দাবি নেতাকর্মীদের।
এসব হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, এসব হামলায় তাদের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
তবে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পদক মুর্তুজা বাবলু বলেন, ‘আওয়ামী লীগ কারোর ওপর কোনো হামলা করেনি।’
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, ‘কোনো হামলার ঘটনা ঘটেনি, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। আর এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি।’