স্টাফ রিপোর্টার:
দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিজয় দিবসের সূচনা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবস পালনের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার-ভিডিপি, বিয়াম ল্যাবরোটরি স্কুল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, পিএফজি বিশ্বনাথ’সহ উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। এসময় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও ব্যাডমিন্টন প্রতিযোগীতার এবং সাড়ে ১০টার দিকে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। এরপর সুবিধামতো সময়ে ‘শহীদ মুক্তিযোদ্ধাদের আতœার মাগফেরাত/শান্তি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি-সমৃদ্ধি-অগ্রগতি কামনা করে’ সকল মসজিদ-মন্দির’সহ সকল উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।