নানা কর্মসূচির মাধ্যমে শোক দিবস পালন করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

১৫ই আগষ্ট সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিন ব্যাপি কর্মসূচী পালন করে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।

বিশ্বনাথ পুরানবাজারস্থ উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামন থেকে শোক র‌্যালি শুরু হয়ে নতুন বাজার হয়ে পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।পরে বিশ্বনাথ পুরানবাজারে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরুজ আলী।

উপজেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও বাবলু হোসাইন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুফি শামসুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুহেল খান, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ মুন্না আহমদ, আলীমউদ্দীন, আফসার আহমদ, রাজিব আহমদ, জুবায়ের আহমদ, দুলাল আহমদ, আব্দুল মুক্তাদির সবুজ, মাহবুব আলম, সোহানুর রহমান, মাসুম খান, রুবেল আহমদ, রাহেল আহমদ, মকবুল আহমদ, রেদোয়ান আহমদ, ফাহিম আহমদ, আলী আহমদ, সাঈদ আহমদ, রমজান আহমদ, মাসুম আহমদ, মাহবুব, আবির আহমদ, নাসিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কে হত্যা করলেও তাঁর আদর্শ কে মুছতে পারেনি ঘাতকরা।এদেশের ভাষা স্বাধীনতা কৃষ্টি সংস্কৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চির ভাস্বর হয়ে থাকবেন

বঙ্গবন্ধু সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের প্রেরণার উৎস। ১৫ই আগষ্টের শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ কে এগিয়ে নিতে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।পাশাপাশি রাজপথে দেশ বিরুধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগষ্টের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনসাধারণের মধ্যে শিরনি বিতরণ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *