নারীর উপর সকল প্রকার শোষণ-নির্যাতন বন্ধ করুন: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

সিলেট

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় সিলেট সিটি পয়েন্টে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক মাছুমা খানম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আশু রাণী শর্মা, কলি আক্তার, অর্চিতা শর্মা, সঞ্চিতা দে প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াছমিন ধর্ষণ-হত্যার ২৮ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও দেশে বন্ধ হয়নি নারী-শিশু নির্যাতন। প্রতিদিন দেশে গড়ে ১৭ নারী ধর্ষণ হয়। ধর্ষণের বিচার হয় না ৯৭ শতাংশের।

মানববন্ধনে বক্তারা বলেন, পুঁজিবাদী-ফ্যাসিবাদী-মৌলবাদী সমাজ নারীকে পণ্য পরিনত করে। মানব সমাজে তৈরি শোষণ-বৈষম্য। তাই আজকে বিদ্যমান বৈষম্যমূলক ব্যবস্থা উচ্ছেদ করে শোষনহীন-বৈষম্যহীন সমাজ নির্মাণের মধ্য দিয়েই নারীর সত্যিকারের মর্যাদা প্রতিষ্ঠিত হয়।

বক্তার নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *