
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে তামাবিল স্থলবন্দর-সংলগ্ন মুজিবনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত এই নারীকে কয়েকদিন ধরেই ওই এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছেন অনেকে। তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। যদিও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
গোয়াইনঘাট থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
শেয়ার করুন




 
	 
						 
						