নারীর শ্লীলতাহানির দায়ে বার্সেলোনার সাবেক ডিফেন্ডারের কারাদণ্ড

বিশ্ব

নারীর শ্লীলতাহানির দায়ে বার্সেলোনার সাবেক ডিফেন্ডারের কারাদণ্ড

প্রকাশিত : ২০২৪-০২-২৩ ১৬:১৫:১১

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার তারকা ফুটবলার দানি আলভেজকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত।

স্পেনের স্থানীয় এক নৈশক্লাবে ২০২২ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল।

আদালতে প্রমাণিত হয় যে চল্লিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান নৈশক্লাবের টয়লেটে ধর্ষণ করেন ঐ নারীকে। যদিও, আলভেজ দাবি করেন তিনি কোনো ধরণের অন্যায় কাজ করেননি।

সাবেক এই বার্সা তারকার বিরুদ্ধে দেওয়া রায়ে বার্সেলোনার আদালত বলেছেন, ‘ধর্ষণের শিকার হওয়া সেই নারীর কাছ থেকে কোনো সম্মতি পাওয়া যায়নি। বাদীর করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

এর আগে, বাদী পক্ষ থেকে আদালতে আলভেজের বিপক্ষে ৯ বছরের কারাদণ্ডের আবেদন করা হয়। গেল বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের টয়লেটে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগকারী সেই তরুণীর অভিযোগকে আমলে নিয়ে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ এরপর থেকেই কারাগারে আছেন তিনি।

রায় ঘোষণার আগে চূড়ান্ত বিচারের শেষ দিনেও নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন আলভেজ। ৪০ বছর বয়সী ডিফেন্ডার বলেছিলেন, ‘যদি সে চলে যেতে চাইত তাহলে সে চলে যেতে পারত। সেখানে থাকতে বাধ্য ছিল না।’

দানি আলভেজকে শুধু কারাদণ্ডই দেওয়া হয়নি, সঙ্গে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৮ লাখ টাকাও জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *