দক্ষিণ এশিয়ার নারী সাফ চ্যাম্পিয়নশিপে কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক এড . নাসির উদ্দিন খান বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছাবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ নারী ফুটবল দল সমাজের সকল বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতা পেরিয়ে ইতিহাস গড়েছে। বাঙালি জাতি গর্বিত। এই অপরাজিত চ্যাম্পিয়ানশিপ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা ও সাহস জোগাবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নে সহযোগিতাই এ ধরনের অর্জনের ফসল। আজ সানজিদা, সাবিনা, কৃষ্ণা, মনিকাদের সাফল্যে পুরো বাঙালি জাতি আনন্দে ভাসছে। তারা আরও বহুদূর এগিয়ে যাবে এবং নতুন নতুন ইতিহাস গড়বে।
শেয়ার করুন