নাশকতার মামলায় সিএমএম আদালতে ৮ শতাধিক আনসার

জাতীয়

বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর পৃথক তিন থানার মামলায় আট শতাধিক আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলায় সোমবার (২৬ আগস্ট) তাদের আদালতে হাজির করা হয়।

গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেয়ার পরও, সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আহত হন অন্তত ৪০ জন। যাদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠির আঘাতে ছয় সেনাসদস্য আহত হন এবং এর মধ্যে একজন সেনাসদস্যের অবস্থা গুরুতর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *