নাহিদ এমপি’র দোয়া নিলেন নাসির

সিলেট

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র দোয়া নিয়েছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। তিনি সোমবার (১২ সেপ্টেম্বর) সিলেট ওসমানী বিমান বন্দরে নুরুল ইসলাম নাহিদ এমপি’র সাথে দেখা করে দোয়া নিয়েছেন।

জানা যায়, আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সিলেট জেলা পরিষদে আওয়ামী লীগের মনোয়ন পান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। মনোয়ন পাওয়ার পর সোমবার (১২ সেপ্টেম্বর) সিলেট ১২ দিনের সফর শেষে ডাকায় ফেরার পথে সিলেট ওসমানী বিমান বন্দরে নুরুল ইসলাম নাহিদ এমপি’র সাথে দেখা করেন এডভোকেট নাসির উদ্দিন খান।

সাক্ষাতকালে তিনি  সিলেট জেলা পরিষদে আওয়ামী লীগের মনোয়ন প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নাহিদ এমপি’র সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এসময় নুরুল ইসলাম নাহিদ এমপিও তাকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর। আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *