যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে। পুলিশ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বাফেলো পুলিশের মুখপাত্র মাইকেল জে ডিজর্জ বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার পর পর জেনার স্ট্রিটের ১০০ ব্লকে গুলির খবর পায় পুলিশ। পরে পুলিশের সোয়াত টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।
অনলাইন পোর্টাল বাফেলোনিউজের খবরে বলা হয়, বিকাল ৪টার দিকেও ১৪৮ জেনার স্ট্রিটের আঙ্গিনায় গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনা জড়িতদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। এখনো কাউকে ধরতেও পারেনি।
বাফেলাবাংলা নামে একটি মাসিক পত্রিকার ফেসবুক পেজে বলা হয়, নিহত দুই বাংলাদেশির নাম বাবুল ও ইউসুফ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গত মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হন মানসিক সমস্যায় থাকা ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিও। ২৭ মার্চ স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের ওজন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও। ফোন পেয়ে পুলিশ তাদের বাসায় গিয়ে উল্টো তাকেই গুলি করে। পরে উইন রোজারিওর মানসিক সমস্যার কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পুলিশের দাবি, উইন কাঁচি নিয়ে তাদের মারতে উদ্যত হয়েছিল।
শেয়ার করুন