নিখোঁজের ১০ দিন পর যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীর লাশ উদ্ধার

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার পিংকি (১৮) -এর অর্ধগলিত লাশ নিখোঁজের ১০ দিন পর সেফটি ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির পশ্চিম পাশের সেফটি ট্যাংকি থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করে জেসমিনের হত্যাকারী তারই সহপাঠী ও একই এলাকার আকবর আলীর ছেলে আহসান কবির অংকুরকে (১৮) গ্রেফতার করেছে যশোর র‍্যাব-৬।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬ )-এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, জেসমিন ও হত্যাকারী অংকুর উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু তাদের প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় জেসমিনকে আসামি অংকুর কৌশল তার বাড়িতে নিয়ে এসে গত অনুমানিক ৯-১০ দিন পূর্বে গলা কেটে হত্যা করে এবং জনশূন্য বাড়ির পশ্চিম পাশে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দেয়।
তিনি আরও জানান, জেসমিন নিখোঁজ হবার পর জেসমিনের পিতা যশোর কোতোয়ালি থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরবর্তীতে জেসমিনের লাশ উদ্ধার করাসহ আসামিকে গ্রেফতার করে যশোর, র‍্যাব-৬ ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *