হবিগঞ্জের আজমিরীগঞ্জে কোদালিয়া নদীতে পড়ে নিখোঁজ হবার ১৬ ঘন্টা পর রাজধন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কোদালিয়া নদী থেকে রাজধন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। রাজধন সরকার উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা শঙ্খমহল গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় জেলে।
পুলিশ জানায়, ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক সাতটায় রাজধন সরকার নদীতে মাছ শিকারের চাঁই (বুচনা) রেখে নৌকা চালিয়ে বাড়ি ফেরার সময় নদীতে পড়ে যায়। এ সময় নৌকায় থাকা অন্য দুই ব্যক্তি বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা মধ্যরাত পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে রাজধন সরকারকে খুজতে ব্যর্থ হয়। খবর পেয়ে বুধবার সকালে বানিয়াচং উপজেলার ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল সকাল দশটায় নদীতে দেড় ঘন্টা ব্যাপী খোঁজাখুজি করে সকাল সাড়ে এগারোটায় রাজধন সরকারের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম লিডার ফখরুল ইসলাম জানান- প্রায় দেড়ঘন্টা নদীতে খোঁজাখুঁজির পর সকাল সাড়ে এগারোটায় আমরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মাসুক আলী জানান, মরদেহে উদ্ধারের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন