দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের নিখোঁজ অর্ঘ বর্মণ আদির মরদেহ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। বুধবার (১১ অক্টোবর ) সকাল ৭ টার দিকে উপজেলার ওই ইউনিয়নের কচোয়া গ্রামের ভেরিবাদ গ্রামের থেকে প্রায় ৪২ ঘন্টা পর ভাসমান অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে দিরাই পৌর সদরের পার্শ্ববর্তী চান্দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ আদি বর্মন করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাসিন্দা অমিয় বর্মন লিটনের ছেলে ও দিরাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পরে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
দিরাই থানার অফিসার-ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, বুধবার ১১অক্টোবর সকাল ৭ টার দিকে উপজেলার ওই ইউনিয়নের কচোয়া গ্রামের ভেরিবাদ গ্রামের থেকে ভাসমান অবস্থায় থেকে লাশ উদ্ধার করা হয়। এবং লাশের পারিবারিক ভাবে কোনো অভিযোগ না থাকায় ডিসি মহোদয় নিকট লিখিত আবেদন মাধ্যমে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর ও সৎকার করা হয়েছে।