মৌলভীবাজারের কুলাউড়ার জাবদা এলাকার সৃজনশীল কিছু তরুনদের নিয়ে গঠিত হয় “উদীয়মান তরুন সংঘ জাবদা” নামে এই সংগঠন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা করা এই সংগঠন নিরবে নিভৃতে নানা ধরনের সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জনদূর্ভোগ লাগবে উল্লেখযোগ্য ভুমিকা রাখছে সংগঠনটি। ইতোমধ্যে জাবদা এলাকার অভ্যন্তরীন রাস্তায় লাইটিং করা, প্রত্যেক ঈদে “ঈদ সামগ্রী ” বিতরন, শীতকালে “শীতবস্ত্র” বিতরন, অসহায় শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহনে সহযোগিতা, অসহায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে অার্থিক সহযোগিতা, প্রয়োজনে হসপিটালাইজড করা (ফান্ড তৈরী), বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্যে বৃত্তি ও কৃতকার্য শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, মৃতব্যক্তির গোসলের জন্য অ্যালুমিনিয়ামের তৈরী খাট প্রদান (উন্মুক্ত), দুর্যোগকালে “খাদ্য সামগ্রী” বিতরন, রাস্তা মেরামতে সক্রিয় ভূমিকা, অসুস্থ ব্যক্তির শিফার জন্য দোয়া মাহফিল করা, দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থদের আর্থিক সহয়োগিতা প্রদান, ঈদ পুর্ণমিলনী অনুষ্টানের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করে এলাকার মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার সক্রিয় প্রচেষ্টা।
এছাড়া প্রতি রমজানে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা, প্রবাসীদের সম্মাননা সরূপ ক্রেস্ট প্রদান, কৃষকদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান “কৃষক আনন্দ ” আয়োজন করা, এলাকার সবাইকে নিয়ে সাধারন পিকনিক “আনন্দ ভ্রমন” এর আয়োজন সহ নানা ধরণের আয়োজন করে যাচ্ছে।
আগামীতেও এই সংগঠন এলাকার নানামুখি উন্নয়নে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রাখতে চায়।
শেয়ার করুন