অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৪ দফা দাবিতে সিলেটে বৃষ্টি উপেক্ষা করে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ করেছে।
বাম গণতান্ত্রিক জোট, সিলেট জেলার উদ্যোগে ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় সিলেট সিটি করপোরেশন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ দফা দাবির মধ্যে আর আছে দুর্নীতি, দুঃশাসন, সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী শাসনের অবসান,
গ্যাস-বিদ্যুৎ, চাল-ডাল সহ নিত্য পণ্যের দাম কমানো, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট ২০২৩
বাতিল করা।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) সদস্য সঞ্জয় কান্তি দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সভাপতি সৈযদ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার আহবায়ক কমরেড আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি কমরেড সিরাজ আহমদ, সিপিবি সিলেট জেলার অন্যতম সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলা সাধারণ সম্পাদক হরিধন দাস, সিপিবি জেলা কমিটির সদস্য তুহিন ধর, টুটুল চৌধুরী, নিরন্জন দাস খোকন, বাসদ মার্কসবাদী নেতা
মুখলেছুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করতে হবে।
সমাবেশ থেকে ৪ দাবিতে দূর্বার গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে (২৪-৩০) আগস্ট “দাবি সপ্তাহ” পালনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে আগামী শনিবার বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ থেকে বিক্ষোভ মিছিল করে আম্বরখানা পয়েন্ট সমাবেশ অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন