নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে শাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

বুধবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা ক্যাম্পাস ও সিলেট সুনামগঞ্জ মহাসড়কে আন্দন মিছিল বের করে।

আনন্দ মিছিল শেষে শাবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, গণতন্ত্রের স্বাভাবিক দ্বারা অব্যাহত  রাখতে সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচনের কোন বিকল্প নেই, আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।  নির্বাচনকে সামনে রেখে যদি কেউ অগ্নি সন্ত্রাসের নামে মানুষের জানমালের ক্ষতিসাধন করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ শক্ত হাতে তা প্রতিহত করবে। দেশের  বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনা সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তার প্রতিদান হিসাবে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের জনগণ শেখ হাসিনাকে আবারোও ক্ষমতায় অধিষ্ঠিত করবেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত সভাপতি ও নন্দিত ছাত্রনেতা শাহজাদা মামুন শাহ বলেন, বিএনপি-জামায়াত সহ বিভিন্ন গোষ্ঠী যারা ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, আগামীতেও হবে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমনান বলেন, কেউ হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে রুখে দিতে হবে। আমরা রাজপথে থাকবো এবং আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।

সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ন সাধারন সম্পাদক সুমন মিয়া বলেন, জাতি এই তফসিলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তফসিলের পর সাধারণ মানুষকে সাথে নিয়ে আনন্দ মিছিল করেছে শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। তফসিলকে ঘিরে শাবিপ্রবিতে যেকোন ধরনের নাশকতা রোধে আমরা সব সময় সতর্ক অবস্থানে থাকব। যেকোন ধরনের অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।

মিছিলে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান,  সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ,  যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া, বাংলা বিভাগ ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ সোহাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, মনির হোসেন, ছাত্রলীগ নেতা শফিউল হক রাব্বি, নাহিদ হাসান খান, জুয়েল সরকার, খন্দকার তানিক, লোকমান হোসেন, জাহিদ হোসেন সহ কয়েক হাজার নেতা কর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *