নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে যা জানাল জাতীয় পার্টি

জাতীয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি-না, সে বিষয়ে বিকেলে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা নির্বাচনী পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। রোববার এবং সোমবার এই দুই দিন খুবই গুরুত্বপূর্ণ। আজ মনোনয়ন প্রত্যাহার এবং আগামীকাল প্রতীক বরাদ্দের দিন। নির্বাচনটা আমরা কীভাবে করবো, নাকি করবো না, তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। আরও একটু আলোচনা করা দরকার। আজ বিকেলে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।

এর আগে, সকাল ১১টার দিকে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনে না যাওয়ার জন্য বিক্ষোভ করেছিলেন কিছু নেতাকর্মী। তখন কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *