নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

সিলেট

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে জনসমর্থন সবচেয়ে বেশি। টানা তৃতীয় মেয়াদে দলের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি সিলেটে এসে আজ (বুধবার, ৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হওয়ার পর সিলেট সফরে এসে ডা. শফিকুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন স্থানে তাকে ঘিরে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। হাজারো নেতাকর্মীর মাঝখানে তিনি স্বভাবসুলভ হাসি দিয়ে সাড়া দেন মানুষের ভালোবাসায়।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ফেব্রুয়ারির মধ্যে না হয়, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা নেই, তবে নির্বাচনি সমঝোতার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই।’

এসময় তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষা, নতুন ভোটার তালিকা তৈরির সময়সীমা বাড়ানোসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন।পরে সিলেট জেলা-মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি শোডাউনের মাধ্যমে পুনর্নির্বাচিত আমিরকে বরণ করে নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *