দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদের কাছে ১৮ হাজার ভোটের ব্যবধানে হেরে নির্বাচন কমিশন (সিইসি) কে নিয়ে মন্তব্য করলেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন।
সোমবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন : ”সিইসির বক্তব্য আর কাজের মিল পাইনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়।
সিলেট ৬”
উল্লেখ্য, গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন সাবেক শিক্ষমন্ত্রী ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। ফলাফলে নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ৫৭ হাজার ৭৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট, তৃণমূল বিএনপির চেয়ারপারসন সোনালী আঁশ প্রতীকে শমসের মুবিন চৌধুরী ১০ হাজার ৯৩৬, জাতীয় পার্টির সেলিম উদ্দিন লাঙল প্রতীকে ৫ হাজার ৫৭৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে আতাউর রহমান ১৬৯, ইসলামি ঐক্যজোটের মিনার প্রতীকে সাদিকুর রহমান পেয়েছেন ৬১২ ভোট।
শেয়ার করুন