দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছেন সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী।
রোববার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী।
পরে লামাকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে এজেন্ট দের বের করে নেন ইয়াহইয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী একে দুলাল।
এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্ট কে বের করে নেয়া হয়।
আলাপকালে ইয়াহইয়া চৌধুরী বলেন,অনিয়ম ও কারচুপির অভিযোগে আমি ভোট বর্জন করলাম।সিলেট ২ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রকাশ্য মদদে আমার এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে।কেন্দ্র থেকে এজেন্ট বের করে বিষয়ে প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি কোন ধরনের সহযোগিতা করেননি। এভাবে কোন ভোট হতে পারে না।তাই বাধ্য হয়ে ভোট বর্জন করেছেন বলে তিনি জানান।
শেয়ার করুন