নির্বাচিত হলে জনগণকে সাথে পাথর কোয়ারী উন্মুক্ত করন ও সকল নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে – -গোয়াইনঘাটে জয়নাল আবেদীন

বাংলাদেশ

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট ০৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন নির্বাচিত হলে এ জনপদের মানুষ কে সাথে নিয়ে এ জনপদের পাথর কোয়ারী উন্মুক্ত ও সকল কর্মক্ষমতা সম্পন্ন নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। জনগন রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিকানা জনগনকে ফিরিয়ে দেওয়া হবে। কোন নাগরিক কে অহেতুক মামলা দিয়ে হয়রানি করতে দেওয়া হবে না, অফিস আদালতে ঘুষ দূর্নীতির মুলুৎপাটন করে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আমরা দেশের আট দল একমত হয়েছি, অন্যান্য দলকেও আমাদের সাথে একমত করার চেষ্টা চলছে, যেখানে জনগন কোন দাবি দাওয়া করতে হবে না, জনগনের পালস বুঝে জনপ্রতিনিধিরা কাজ করবেন, এমন এক সাম্যের বাংলাদেশ আমরা গড়তে চাই।

তিনি আরও বলেন আপনারা পশ্চিম জাফলং ইউনিয়নের মানুষ অত্যন্ত সহজ সরল, এ সরলতার সুযোগ নিয়ে এখানে অনেকে উড়ে এসে জুড়ে বসে এ এলাকার মানুষ কে ভূল বুঝিয়ে মানুষের মুল্যবান ভোট নিয়ে আরাম আয়েশের জীবন যাপন করেন। আগামীর বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকবেনা, কেউ অনাহারে অর্ধাহারে মারা যাবে না। আমরা নির্বাচিত মনরতল বাজারের সাথে বগলকান্দি, মনাইকান্দি, নোয়াগাওঁ, লক্ষণছড়া কুলুমছড়ার সাথে একটি ব্রীজ নির্মাণ করে এ অঞ্চলের মানুষের যুগান্তকারী পরিবর্তন করা হবে।

তিনি গতকাল রবিবার বাদ মাগরিব স্থানীয় মনরতল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনরতল বাজার আঞ্চলিক শাখা আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি সেলিম উদ্দিন এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, ইউনিয়ন সভাপতি ইমদাদ উল্ল্যাহ, সহ সভাপতি আব্দুর রহিম রাজা, চেরাগ আলী কালা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, জামায়াত নেতা ডাক্তার ফরিদ উদ্দিন, আব্দুল কুদ্দুস  এখলাছ উদ্দিন, কমর উদ্দিন, জসীম উদ্দিন, বুরহান উদ্দিন, খলিল আহমদ, রইছ উদ্দিন, আতাউর রহমান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল আলী প্রমুখ।

এছাড়াও দিনব্যাপী ইউনিয়নের হাজীপুর, প্রথাপপুর, আগলছপুর সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও মতবিনিময়ে অংশ নেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *