ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র পরেছেন ইনজুরিতে। গত মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলার সময় তিনি হাটুতে আঘাত পান এবং সেই আঘাতের কারণে তার হাটুতে অপারেশন করতে হয়েছে।কিছুদিন আগেই নেইমারের অপারেশন করা হয়েছে। সুতরাং, ব্রাজিল তাকে অন্তত ৬ মাস পাবে না। সময়টা আরও বৃদ্ধি পেতে পারে। কোপা আমেরিকাও মিস করতে পারেন নেইমার।
নেইমার জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবলার। তিনি ম্যাচে থাকলে ব্রাজিলের আক্রমন অন্যরকম মাত্রা পায়। নেইমার না থাকলে তার অভাবটা বুঝা যায় আক্রমনের সময়।
তবে এই ব্রাজিলিয়ান তারকা না থাকার জন্যই ব্রাজিল বেশি ভালো খেলতে পারে এমনটা আবার মনে করছেন অনেকেই। দিনিজের অধিনে ব্রাজিল আরও ভালো করবে নেইমারকে ছাড়া।
শেয়ার করুন