নেইমারকে নিয়ে ধোঁয়াশা!

খেলাধুলা

কাতার বিশ্বকাপে সাম্বার ছন্দ তুলে ব্রাজিল দল হারিয়েছে সার্বিয়াকে। এরপরই নেইমারের ইনজুরি ভাবিয়ে তুলেছিল সিলেকাওদের। তবে সুইজারল্যান্ডের বিপক্ষেও ১-০ গোলে জিতেছে তারা। নেইমারহীন ব্রাজিলের আক্রমণের ধার কিছুটা কম থাকলেও সুইসদের বিপক্ষে ব্রাজিলের ছন্দটা মোটামুটি ঠিকই ছিল। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বড় ধাক্কা খেয়েছে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে। ক্যামেরুনের কাছে হেরে গেছে ১-০ গোলে। ঐতিহাসিক এই জয়ে ক্যামেরুনের ফুটবলপ্রেমীরা তৃপ্তির ঢেঁকুর তুলছেন।

ইনজুরি ভাবাচ্ছে ব্রাজিল শিবিরকে। নেইমারসহ বেশ কিছু তারকা ফুটবলারের ইনজুরিতে ব্রাজিলের বিশ্বকাপ মিশন কঠিন হয়ে উঠেছে।

নেইমার যখন ইনজুরিতে পড়েছিলেন, তখন চিকিৎসকরা জানিয়েছিলেন তার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু তার আগেই মাঠে দেখা গেছে নেইমারকে। নেইমার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভালো বোধ করছি। এখন কেমন আছি তা আমি জানি।’ এরপর তিনটি ইমোজির ছবি দিয়েছেন নেইমার।

 

যে ছবি দুটি নেইমার পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি বল পায়ে দৌড়াচ্ছেন। আর গোল করার পর যেমন উদ্‌যাপন করেন তেমন করছেন। হয়তো এই ছবির দ্বারা নেইমার জানান দিলেন, শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *