নোয়াখালীতে উজানের অতিরিক্ত পানির চাপের কারণে কোম্পানীগঞ্জে মুছাপুর ক্লোজার গেইট ভেঙে গেছে। এছাড়া বৃষ্টি কারণে বন্যার পানি বাড়ছে। জেলার ৮ উপজেলায় পানিবন্দি প্রায় কয়েক লাখ মানুষ। এরমধ্যে ১০৯৮ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ১ লক্ষ ৮২ হাজার বন্যাকবলিত মানুষ।
এ পরিস্থিতিতে জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
এদিকে, গত তিন দিনে ৬৩ জনকে সাপে কেটেছে। বন্যার কারণে ডায়রিয়া হয়ে হাসপাতালে ভর্তি আছে ১১৮ জন। ফেনীর মুহুরী নদীর পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ৯ উপজেলার মধ্যে ৮ টি বন্যাকবলিত। জেলার প্রায় ২১ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় আছে। এর মধ্যে দুই শিশুসহ তিন জনের মৃত্য হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
এদিকে, গত তিন দিনে ৬৩ জনকে সাপে কেটেছে। বন্যার কারণে ডায়রিয়া হয়ে হাসপাতালে ভর্তি আছে ১১৮ জন। ফেনীর মুহুরী নদীর পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ৯ উপজেলার মধ্যে ৮ টি বন্যাকবলিত। জেলার প্রায় ২১ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় আছে। এর মধ্যে দুই শিশুসহ তিন জনের মৃত্য হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
শেয়ার করুন