নৌকায় ভোট চেয়ে বিশ্বনাথ বাজারে শফিক চৌধুরীর গণসংযোগ

সিলেট

স্টাফ রিপোর্টার;

কাঙ্খিত উন্নয়নের জন্য ‘স্বাধীনতা ও উন্নয়ন’র প্রতীক নৌকায় ভোট চেয়ে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন-পুরাণ বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্র্রার্থী নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে ব্যবসায়ীসহ সর্বস্থরের জনসাধারণের কাছে তিনি সকলের কাছে ভোট প্রার্থনা করে সার্বিক সহযোগীতা চান।

গণসংযোগকালে নৌকার মাঝি শফিকুর রহমান চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আফসর আলী, যুক্তরাজ্যের লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, সহ প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য তপন দাস, আশিক আলী, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, কার্যনির্বাহী সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, শংকর দাশ শংকু, জামাল মিয়া, এমদাদ হোসেন নাঈম, জাবেদ আহমদ, আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, মিল্টন দাস, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান রাহিন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক, শাহ আলম খোকন, রাজু আহমদ খান, সামছু উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সহ সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাতক শামীম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা আবিদুর রহমান আবিদ, ফারাভী ইমন, জাকারিয়া ইমন, কবির আহমদ, সামছু উদ্দিন, তুষার আহমদ, শাহীন মিয়া, উজ্জ্বল আহমদ, মাসুদ আহমদ রিপন প্রমুখ’সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *