নৌকার পক্ষে ভোট চাওয়ায় জাপা থেকে বহিস্কার ইয়াহ্ইয়া

সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে (সিসিক) আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।

রোববার (৪ জুন) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খানের সই করা বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে এর আগে ইয়াহ্ইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ নেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

১২ মে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর এক নির্বাচনী সভায় অংশ নিয়ে তার পক্ষে ভোট চান ইয়াহ্ইয়া চৌধুরী।

ইয়াহ্ইয়ার চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে ১৩ মে দলের চেয়ারম্যানের কাছে নালিশ করেন সিসিক নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তার অভিযোগের পর ১৪ মে ইয়াহ্ইয়া চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ দেয় জাতীয় পার্টি।

নোটিশে বলা হয়, ইয়াহ্ইয়া চৌধুরী গত ১২ মে রাত ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় মঞ্চে উপস্থিত হয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে বক্তব্য রেখে ভোট চেয়েছেন। দলের মনোনীত মেয়র প্রার্থী থাকা সত্ত্বেও এমন কর্মকাণ্ড সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেোয়া হবে না। এ বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে ইয়াহ্ইয়া চৌধুরীকে লিখিতভাবে জানাতে বলা হয়।

ওই কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়ার পর দল থেকে বহিষ্কৃত হলেন ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

এ বিষয়ে ইয়াহ্ইয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এখনও তিনি কোনো চিঠি পাননি।

তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘শুনেছি দল আমাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পেতে পারি। দল যখন যেভাবে কাজে লাগাতে চাইবে, তাই হবে। এছাড়া আর কোনো মন্তব্য করতে চাই না।’

সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী থাকার পরও সাবেক এমপি ও পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ঝেরঝেরিপাড়ায় নৌকার পক্ষে ভোট চান। এই ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম হলে পার্টির হাইকমান্ড তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *