নৌকার বিজয়েই ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার মাঝি ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার ব্যবসা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি করে ব্যবসায়ীতে পরিনত করেছেন। নৌকার বিজয়েই ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন। তিনি আরোও বলেন, ২০০৮ সালে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর বিশ্বনাথ নতুন ও পুরান বাজারে রাস্তা, ড্রেন, পাবলিক টয়লেট, সবজি বাজারের শেড, ধানহাটার শেড’সহ ব্যাপক উন্নয়ন করেছি। কিন্তু সরকারি দলের এমপি না থাকায় বিগত ১০ বছরে আর উন্নয়নের ছোয়া লাগেনি। আগামী নির্বাচনে নির্বাচিত হলে বাজার এলাকা’সহ সিলেট-২ আসনে বিশেষ প্রকল্প গ্রহণ করে উন্নয়ন করবো।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বণিক সমিতির সহ সভাপতি হাজী আমির আলী, সবজি বাজার পরিচালনা কমিটির সভাপতি আনছার আলী, ব্যবসায়ী বাবুল মিয়া।

সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, মুহিবুর রহমান সুইট, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাঈম, আব্দুল মতিন রনি, এমরান আহমদ, ব্যবসায়ী মতি লাল দে, আজিজুর রহমান বাবুল, নতুন বাজার হকার্স মার্কেট সভাপতি আজিজুর রহমান, পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি ইছাক আলী, মৎস্যজীবী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ’সহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *