নৌকার বিজয়েই মানুষের মুখে হাসি ফুঁটে বাস্তবায়িত হয় উন্নয়ন -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, গণমানুষের দল আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। আর জনগণের রায়ে নৌকার বিজয়েই মানুষের মুখে হাসি ফুঁটে, বাস্তবায়িত হয় কাঙ্খিত উন্নয়ন। বাংলাদেশকে ফিছিরে রাখতে ৭৫’র ১৫ই আগস্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ছিলে পাকিস্তানের দুসর জামায়াত-বিএনপি চক্র, কিন্তু তারা সফল হতে পারেনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি আরোও বলেন, ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমেই দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট-২ আসনের মানুষ ফিরে পাবেন কাঙ্খিত উন্নয়ন। আর সারা দেশে নৌকার বিজয়ের ফলে পুনঃরায় প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, এতে অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়াও।

তিনি মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ও রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ও রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক বিশেষ বর্ধিত সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভাগুলোতে বক্তারা দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানান এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়ে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী উন্নয়নে পিছিয়ে পড়া জনপদকে অনেক এগিয়ে নিবেন।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় এবং রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পৃথক বর্ধিত সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি আব্দুল কাদির, জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, তপন কুমার দাস, আছাব উদ্দিন, মিজানুর রহমান মিজান, আশিক আলী, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী (আনা মিয়া), রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রবাসী আলতাবুর রহমান, যুক্তরাজ্যের ওল্ডহাম যুবলীগের সভাপতি মশরফ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, সদস্য ফয়ছল আহমদ, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আসাদ আহমদ।
উপজেলা দৌতলপুর ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাহার, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালেদ রব, কার্যনির্বাহী সদস্য আলী আকবর মিলন, ১নং ওয়ার্ডের সভাপতি সিরাজ উদ্দিন, ২নং ওয়ার্ডের সভাপতি ফজর আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনসার আলী, ৪নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মুহিন আহমদ নেপুর, ৫নং ওয়ার্ডের সভাপতি আরশ আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শওকত আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি নোয়াব আলী, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহান, ৯নং ওয়ার্ডের সভাপতি আহমদ আলী, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ।
উপজেলা রামপাশা ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি বশির মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি নানু মিয়া, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি মকদ্দুস আলী, সাধারণ সম্পাদক আফরোজ আলী, ৫নং ওয়ার্ডের নেতা সৈয়দ লোকমান আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল নূর, ৭নং ওয়ার্ডের সভাপতি জামাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লিয়াকত, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম সমছু, ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক সোনা মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইরান মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক সাদ নূর মাস্টার, যুবলীগ নেতা মনসুর আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ।
এসময় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভাগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *