নৌকার বিজয়ে অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়া -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘নৌকা’ স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। নৌকার বিজয়ে অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়া। আর ১৭ জুলাই নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐকবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই। তাই বুকে সাহস রেখে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রত্যেকের কাজে নৌকার প্রতীকে ভোট চাইতে হবে। একমাত্র নৌকায় বিজয়ই নিশ্চিত করে অবহেলিত-বঞ্চিত মানুষের প্রাপ্য অধিকার পাওয়া।

তিনি বুধবার (৫ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার দেওকলস ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম জুয়েলের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকার মাঝি’ আবুল কালাম জুয়েল।

দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন ও যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদের যৌথ পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, আখতার হোসেন জুনেদ।

বক্তব্য রাখেন উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলী আফছর, আওয়ামী লীগ নেতা কদর আলী, সিকদ্দর আলী, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, মারুফ আহমদ, নন্দ লাল দেব, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মধু মিয়া, ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, রুবেল মিয়া।
এসময় কর্মীসভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *