
ঢাকা থেকে দোকানের মালামাল নিয়ে সিলেটে ফেরার পথে হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যান চালক ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়, আর ঘটনাস্থলেই মারা যান আরেকজন।
‘মধুময় ফুড’ দোকানের জন্য ঢাকার সরবরাহকারীর কাছ থেকে মিষ্টি জাতীয় পণ্যের চালান সংগ্রহ করে পিকআপভ্যানে করে সকালে সিলেটে ফিরছিলেন লিটন গাজী। বাহুবলের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে তাদের পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে চালক মোস্তাকিম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত লিটনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তারও মৃত্যু হয়।



