মনোয়ার হোসেন পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ
“কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান ” এই মূলসুর নিয়ে নওগাঁ জেলার পত্নীতলায় উরাঁও দিবস ও উরাঁও দিবসের গুরুত্ব, আলোচনা সভা এবং আদিবাসীদের নিজস্ব কৃষ্টি কালচারের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে আদিবাসী কালচার সেন্টারে পত্নীতলা উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজন ও কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় উরাঁ দিবস উদযাপন কমিটির সভাপতি যতিন টপ্যর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুমানা আফরোজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উরাঁও রিসোর্স ডেভলপমেন্ট এ্যাসোসিয়েশন (বড়দা) পত্নীতলা শাখার সদস্য সুধির তির্কী এবং চাঁদপুর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপন। পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, আদিবাসী যুব পরিষদ, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নরেন পাহান
প্রমূখ।
উক্ত অনুষ্ঠানের আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
শেয়ার করুন