পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয়

মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি স্লোগানে নওগাঁর পাত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি জনাব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ থানার অফিসার ইনর্চাজ সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্না ঝরনা, সমাজে সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ,নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার হাসান পল্লব, সহ আরো বিভিন্ন অফিস কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তিবর্গ ব্যবসায়ি ও সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনায় প্রধান অতিথি জনাব শহিদুজ্জামান সরকার বলেন বর্তমানে লাইন্সেবিহীন মটরসাইকেলে সড়ক দূর্ঘটনা বেশি হচ্ছে। পত্নীতলায় সড়ক গুলোকে নিরাপদ ব্যবস্থা করা হবে।

এসময় সমাজ সেবা অফিসের মাধ্যেমে ২০জন রোগীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকা চেক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *