পত্নীতলায় প্রধানমন্ত্রীর দেওয়া স্থায়ী জমিসহ স্বপ্নের পাকা ঘর পেল আরও ১৪৬ পরিবার

জাতীয়

মনোয়ার হোসেন পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ” বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ ঠিকানা বিহীন থাকবেনা, একজন মানুষও গৃহহীন থাকবে না সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে নওগাঁর পত্নীতলায় ১৪৬টি গৃহহীন পরিবারের মুখে হাঁসি ফুটালেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ স্বপনের ঠিকানায় উঠলেন তারা। ঈদের আগে এমন স্বপ্ন উপহার পেয়ে আনন্দে উচ্ছাসিত উদ্বেলিত তারা। সেই সাথে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো পত্নীতলা উপজেলা।

বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একই সাথে পত্নীতলা উপজেলায় ১৪৬ টি ঘর উদ্বোধন ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফফার, সহকারী কমিশনার( ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খালেক চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান, যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শফিক ছোটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধিজন উপজেলা সাংবাদিকবৃদ, উপকার ভোগীগণ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *