পদত্যাগ করলেন গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের  গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক অবশেষে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তিনি লিখিতি পদত্যাগ পত্র দেন। পদত্যাগের বিষয়টি গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব দৈনিক জনবাণীকে নিশ্চিত করেন।

পদত্যাগ পত্রে মো. ফজলুল হক জানান, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে অদ্য ১৯ আগস্ট ২০২৪ খ্রি: গোয়াইনঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ ত্যাগ করিলাম। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালকের প্রতি অনুরোধ জানান।

এর আগে গত রবিবার গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। দিনভর বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীবৃন্দ চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়। সাধারণ শিক্ষার্থীরা জানায়, আমাদের বেঁধে দেওয়া আল্টিমেটামের চব্বিশ ঘন্টার মধ্যেই অধ্যক্ষ মোঃ ফজলুল হক পদত্যাগ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *