পবিত্র আশুরা উপলক্ষ্যে সিলেট মহানগর তালামীযের মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

পবিত্র আশুরা উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার ৯ আগস্ট বাদ যুহর হযরত শাহজালাল (র.)-এর মাযার প্রাঙ্গনে ওই মিলাদ শরীফ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর তালামিযের সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, সাবেক সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মারুফ আহমদ, আশিকুর রহমান, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি ইমরান আল ইমন, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসাইন, আতিকুল ইসলাম রেদওয়ান, সবুজকুড়ি শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক মামুনুর রশীদ, সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সাংগঠনিক সম্পাদক লাবিবুর রহমান লাভলু, সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক শাহ আলম, সিলেট মহানগরীর সহ-প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামি, সহ-প্রশিক্ষণ সম্পাদক এফকে জুনেদ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গুলজার আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি আফজল হোসেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সভাপতি মাহমুদুল হাসান, এমসি কলেজ শাখার সহ-সভাপতি সাইফুল্লাহ আলাল, সাধারণ সম্পাদক আলবাব হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ১৬নং ওয়ার্ড সভাপতি আশফাকুজ্জামান আদনান, ২৭নং ওয়ার্ড সভাপতি জায়দুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, সিলেট টিটি কলেজ সভাপতি আব্দুল করিম, ১নং ওয়ার্ড সভাপতি আবুল আহসান ইয়াসিন, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি শাহরিয়ার আহমদ শামীম, মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম, ২২নং ওয়ার্ড সভাপতি এস এম জাকারিয়া, ২০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাইম আহমদ, ২১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, ২৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল হাসান, ২৫নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক এস এম আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *