তানজিল হোসেন, গোয়াইনঘাট : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিক ব্রিক ফিল্ড-২ (OBF) ও গোয়াইনঘাট ফিলিং স্টেশনের ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী মো. বিলাল উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি গোয়াইনঘাট সদর ইউনিয়ন ও গোয়াইনঘাটের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিলাল উদ্দিন বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি বলেন, ঈদ সাম্য-মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে। এ জন্য পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫