পরাজয়ে ক্ষমা চেয়েছেন ঋষি সুনাক

বিশ্ব

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয়ের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিবিসি এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সুনাকের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন ৪১২ আসনে জয় পাওয়া লেবার পার্টির কেয়ার স্টারমার।

নির্বাচনে হেরে দায় স্বীকার করে সুনাক বলেন, ‘দেশবাসীর কাছে প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি।

আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আপনারা চেয়েছেন যুক্তরাজ্যের সরকার যেকোনোভাবেই পরিবর্তন হোক। আপনাদের চাওয়াই সত্য হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমার প্রতি আপনাদের রাগ ও হতাশার কথা শুনেছি।

এসবের জন্য আমিই দায়ী।’ দলের নেতার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। তবে বিজয়ী দল যখন আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসতে প্রস্তুত হবে, তখনি তিনি ক্ষমতা ছাড়বেন বলেও জানান।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টি ৪১২টি, কনজারভেটিভ পার্টি ১২১টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ৭১টি আসনে জয় পেয়েছে।

সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত ৩২৬টি আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতোমধ্যেই সেই সংখ্যা পার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *