পরীক্ষা শেষে কুলাউড়ার শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের রাজন মিয়া (২৩) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজে অনার্সের পরীক্ষা শেষে শেখ হাসিনা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

রাজন কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের শাহ আলমের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে রাজনকে পড়ে থাকতে দেখেন তার সহপাঠীরা। পরে পথচারী ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনের বাবা শাহ আলম জানান, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কারা রাজনকে হত্যা করেছে তা তিনি বলতে পারেননি।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান জানান, রাজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের পর তার মৃত্যুর মূল কারণ জানা যাবে।

মৌলভীবাজার মডেল থানার এসআই মোহাম্মদ বাছেদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *