তানজিল হোসেন, গোয়াইনঘাট: বাচ্চাদের পাঠ্যবই থেকে ‘শরিফ থেকে শরিফা’ হওয়ার গল্প ছিঁড়ে ফেলার ঘোষণা দিয়েছেন দেশের আলোড়ন সৃষ্টিকারী ও কারানির্যাতিত বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, যেই শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারবাদের শিক্ষা দিতে চায়, সমাজের মধ্যে সমকামিতার প্রমোট করতে চায়। এই শিক্ষাব্যবস্থার লাত্থি মারি আমরা। এই শিক্ষা বয়কট করতে হবে।
রফিকুল মাদানী বলেন, মুসলিম দেশে ভণ্ডামি চলবে না। ধর্মবিরোধী এই শিক্ষাব্যবস্থা বাতিল করতে প্রয়োজন হলে যা যা করা দরকার তাই আমরা করবো।
তিনি সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জামেয়া হুসাইনিয়া হামদিয়া মুহিউস সুন্নাহ দাতারী মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান আকর্ষণের আলোচনাকালে এসব বলেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ জহিরের সঞ্চালনায় ও দারুল হাদিস ফতেপুর বাজার মাদ্রাসার মুহতামিম আব্দুস সামাদ এবং ডা: ইব্রাহিমের যৌথ সভাপতিত্বে আয়োজিত মাহফিলে এর আগে বাদ যোহর প্রধান অতিথির বয়ান করেন ভারত থেকে আগত আওলাদে রাসূল আল্লামা হাসান আসজাদ মাদানী। এতে কয়েক হাজার মুসল্লীদের আগমন হয় এই মাহফিলে।
শেয়ার করুন